শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বেশিরভাগ সময় কাটান?

শীতাতপ নিয়ন্ত্রিত ঘর অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, যা ত্বক ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

কিন্তু এর থেকেও বাঁচতে একটি উপায় রয়েছে

নিজের এসি ঘরে এক বালতি জল রাখুন প্রত্যেক সময়ে

বালতিতে জল রাখলে ঘর কিছুটা আর্দ্র থাকে, যা এই শুষ্কতা কমাতে সাহায্য করে

এসির শুষ্ক বাতাস ত্বককে শুষ্ক করে দেয়, শ্বাসকষ্টের সমস্যা তৈরি করে

একটি বালতি বা পাত্রে জল রেখে দিলে, সেই জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যায়

এসি রুমে জলভরা বালতি রাখা একটি সাধারণ উপায় যা ঘরকে আরও আরামদায়ক রাখতে সাহায্য করে