টোকিওতে পিস্তলের গোলযোগের কারণে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর প্যারিসে সেই মানু ভাকেরই গড়লেন নতুন ইতিহাস প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সে পদক জিতলেন তিনি সুমা শিরুরের দুই দশক পরে প্রথম মহিলা হিসাবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছিলেন তিনি শ্যুটিং বিশ্বকাপে নয় পদক জয়ের কৃতিত্ব ছিলই এশিয়ান গেমসে ২৫ মিটার পিস্তল ব়্যাপিড ইভেন্টে দলগতভাবে সোনা জেতেন তিনি গত বছর এক সময় এই খেলাই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি তবে হার না মেনে লড়াই চালিয়ে যাওয়ার ফল পেলেন ২২-র তরুণী ফাইনালে ২২১.৭ পয়েন্ট স্কোর করে জিতলেন ব্রোঞ্জ পদক মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপো হাতছাড়া হয় তাঁর