অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছেন মানু ভাকের


২০ বছর পর কোনও ভারতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সের ফাইনালে মানু



মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের যোগ্য়তা অর্জনকারী পর্বে তৃতীয় হয়েছেন মানু



২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে মহিলাদের ফাইনালে উঠেছিলেন সুমা শিরুর


মানু জানিয়েছেন, শ্যুটারদের ইভেন্টের আগে ও ইভেন্ট চলাকালীন কথা বলাতেও নিষেধাজ্ঞা


প্রতিযোগিতার সময় শ্যুটারদের গান শোনাও বারণ! জানিয়েছেন মানু



মানু ভায়োলিন বাজাতে শিখছেন, তবে প্যারিসে ভায়োলিন নিয়ে যাননি



টোকিও অলিম্পিক্সে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন



বিশ্বের এক নম্বর শ্যুটার হিসাবে গিয়েও ফাইনালের যোগ্যতা পাননি



এবার কি আক্ষেপ মেটাতে পারবেন? (ছবি - পিটিআই)