বেশ কিছু আদব-কায়দা ও নিয়ম রয়েছে খাওয়ার সময় আচরণবিধি আপনার রুচি কেমন তা বুঝিয়ে দেয় রেস্তোরাঁয় গিয়ে এমনটা করলে তা 'ব্যাড ম্যানার্স' হিসেবে ধরা হয়ে থাকে প্লেট কিংবা খাবার টেনে আনবেন না অপর পাশের বসে থাকা ব্যক্তিকে অনুরোধ করুন রেস্তোরাঁয় চামচ ধরার নির্দিষ্ট কিছু নিয়ম আছে ডান হাতে ছুরি আর বাঁ হাতে কাটা চামচ ধরতে হয় খাওয়া শেষ হলে প্লেটের মাঝ-বরাবর কাটাচামচ আর ছুরিটি রেখে দিন কাঁটা চামচ ও ছুরি প্লেটের মাঝে কোণ করে রাখতে হয় খাওয়ার পছন্দ না হয় সেক্ষেত্রে চামচের অবস্থান দিয়েই তা বুঝিয়ে দেওয়া যায় কিছু নিয়ম সব জায়গার জন্যই প্রযোজ্য