হয়নি কাজ, TMC বিধায়ককে নামানো হল কাদা ভর্তি রাস্তায়।
ভোটের প্রচারে গিয়ে ভাতারে বিক্ষোভের মুখে বিধায়ক।
কাজ হয়নি ২০১১ থেকে, কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের।
ভোট মিটলেই ২ বছরে পাকা রাস্তার দাবি।
' ভোট দিই,ভোট নেন, রাস্তা কই?' প্রশ্ন স্থানীয়দের।
শনিবার প্রচারে বেরিয়ে বেকায়দায় পড়েন বিধায়ক।
অভিযোগ, বিভিন্ন স্তরে বলেও কোনও সুরাহা হয়নি।
'মানুষ সাহস করে সোচ্চার হচ্ছেন', ট্যুইট শুভেন্দুর।
জোর করে কাদা রাস্তাতেও হাঁটানো হয় বিধায়ককে।
যদিও 'নিজেই রাস্তায় হেঁটেছি', দাবি তৃণমূল বিধায়কের।