হয়নি কাজ, TMC বিধায়ককে নামানো হল কাদা ভর্তি রাস্তায়।
ABP Ananda

হয়নি কাজ, TMC বিধায়ককে নামানো হল কাদা ভর্তি রাস্তায়।

হয়নি কাজ, TMC বিধায়ককে নামানো হল কাদা ভর্তি রাস্তায়।

ভোটের প্রচারে গিয়ে ভাতারে বিক্ষোভের মুখে বিধায়ক।
ABP Ananda

ভোটের প্রচারে গিয়ে ভাতারে বিক্ষোভের মুখে বিধায়ক।

ভোটের প্রচারে গিয়ে ভাতারে বিক্ষোভের মুখে বিধায়ক।

কাজ হয়নি ২০১১ থেকে, কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের।
ABP Ananda

কাজ হয়নি ২০১১ থেকে, কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের।

কাজ হয়নি ২০১১ থেকে, কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের।

ভোট মিটলেই ২ বছরে পাকা রাস্তার দাবি।
ABP Ananda

ভোট মিটলেই ২ বছরে পাকা রাস্তার দাবি।

ভোট মিটলেই ২ বছরে পাকা রাস্তার দাবি।

ABP Ananda

' ভোট দিই,ভোট নেন, রাস্তা কই?' প্রশ্ন স্থানীয়দের।

' ভোট দিই,ভোট নেন, রাস্তা কই?' প্রশ্ন স্থানীয়দের।

ABP Ananda

শনিবার প্রচারে বেরিয়ে বেকায়দায় পড়েন বিধায়ক।

শনিবার প্রচারে বেরিয়ে বেকায়দায় পড়েন বিধায়ক।

ABP Ananda

অভিযোগ, বিভিন্ন স্তরে বলেও কোনও সুরাহা হয়নি।

অভিযোগ, বিভিন্ন স্তরে বলেও কোনও সুরাহা হয়নি।

ABP Ananda

'মানুষ সাহস করে সোচ্চার হচ্ছেন', ট্যুইট শুভেন্দুর।

'মানুষ সাহস করে সোচ্চার হচ্ছেন', ট্যুইট শুভেন্দুর।

ABP Ananda

জোর করে কাদা রাস্তাতেও হাঁটানো হয় বিধায়ককে।

জোর করে কাদা রাস্তাতেও হাঁটানো হয় বিধায়ককে।

ABP Ananda

যদিও 'নিজেই রাস্তায় হেঁটেছি', দাবি তৃণমূল বিধায়কের।

যদিও 'নিজেই রাস্তায় হেঁটেছি', দাবি তৃণমূল বিধায়কের।