আজ বিশ্বকাপে ব্রাজিলের সামনে স্যুইৎজারল্যান্ড জিতলেই নক আউটে পা রাখবে তিতের দল নেমারকে ছাড়াই আজ নামতে হবে হলুদ জার্সিধারীদের অসুস্থ থাকায় অনিশ্চিত পাকুয়েতাও, চোটে নেই ড্যানিলোও সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল, আজ কী হবে? আল আরবি স্পোর্টস ক্লাবের মাঠে অনুশীলন সারছেন নেমাররা পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নরা এবারও কি পারবে ট্রফি ঘরে তুলতে?