দক্ষতা, যোগ্যতা থাকলেও চনমনে হন না সকলে চাপের মধ্যে কাজ করতে ভ্যাবাচাকা খেয়ে যান কিন্তু কিছু রাশির জাতক চাপ নিতে অভ্যস্ত বরং চাপের মধ্যে ভাল কাজ করেন এঁরা মকর: অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, চাপে থাকলে মাথা খোলে কন্যা: গায়ে খেটে নয়, বুদ্ধিতে বাজিমাত করতে জানেন মেষ: নেতৃত্বদানের ক্ষমতা আছে, চাপ এলে আরও চনমনে হন ধনু: যে কোনও পরিস্থিতিতে সুরাহা বের করতে দক্ষ চাপের মধ্যে কাজ করার অভ্যাস রপ্ত হয় সময়ের সঙ্গে কার ভাগ্য কী রয়েছে, তা নিয়ে এবিপি আনন্দের কোনও মত নেই