আসছে 'পিলু'

বাংলা ধারাবাহিকের জগতে নতুন গল্প শোনাতে আসছে 'পিলু'

খলনায়িকা ইধিকা

'পিলু' ধারাবাহিকের হাত ধরেই ফের একবার পর্দায় ফিরছেন 'রিমলি' খ্যাত ইধিকা পাল

পিলু আর আহিরের গল্প

পিলুর ভূমিকায় থাকবেন মেঘা, আর নায়ক আহির হবেন গৌরব।

গৌরব-মেঘা জুটি

লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতকে আধার করে নতুন গল্প বলবে নতুন জুটি।

আহির-পিলুর প্রেম

লোকগীতি শিল্পী পিলুর প্রেমে পড়ে শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র আহির

প্রথমবার ধারাবাহিকে

'পিলু'-র হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন শিল্পী মেঘা দাঁ।

'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে

এর আগে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে মেঘাকে

১০ জানুয়ারি থেকে পর্দায়

চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে ধারাবাহিকের টেলিকাস্ট

নাচের প্রতিযোগী গানে!

নাচের মঞ্চের প্রতিযোগী গান দিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি