গুরুকূল থেকে চলে আসার পর পিলুকে খুঁজতে তার গ্রামে এসে পৌঁছয় আহির। গ্রামের মানুষদের সঙ্গে তখন টুসু পরব পালন করতে ব্যস্ত পিলু টুসু দেবীর সামনে নিজেদের অজান্তেই মালা বদল হয়ে যায় পিলু-আহিরের। গুরুকূলে ফিরে যেতে রাজি না হলেও এই ঘটনা কী বদলে দেবে পিলুর জীবন? সুরের ছন্দে বাঁধা পিলুর গল্পে আহির সঙ্গে নায়িকার আলাপের সূত্রও গানই। পিলু লোকসঙ্গীতের শিল্পী, সেই সূত্রেই গুরুকূলে আগমন তাঁর রঞ্জিনীর ইচ্ছা আহিরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কিন্তু আহির পিলুর সম্পর্কের এই নতুন মোড় জানতে পেরে কী করবে রঞ্জিনী? যাবতীয় উত্তর লুকিয়ে পিলুর গল্পে