আজ জন্মদিন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ভট্টের, জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য মাত্র সতেরো বছর বয়সে বলিউড জার্নি শুরু হয় পূজা ভট্টের বাবা মহেশ ভট্টের পরিচালিত ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ পূজা ভট্টের 'দিল হ্যায় কে মানতা নেহি' ছবিটিই পূজার সিনেমা হলে মুক্তি প্রাপ্ত প্রথম ছবি রাহুল রয় থেকে শাহরুখ খান, বলিউডের তাবড় সমস্ত তারকাদের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে ২০০৩ সালে মনের মানুষের সঙ্গে ঘর বাঁধেন পূজা ভট্ট মণীশ মখিজার সঙ্গে পূজা ভট্টের বিয়ে স্থায়ী হয় এগারো বছর তারপর তাঁরা বিচ্ছিন্ন হয়ে যান, ২০১৪ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয় যেকোনও বিতর্ককেই খুব সহজভাবে হ্যান্ডল করেন পূজা ভট্ট, জানিয়ে দেন, তিনি তাঁর জীবন নিজের শর্তে চলেন শোনা যায়, রণবীর শোরের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু অভিনেতার আক্রমণাত্মক ব্যবহারের জন্য তাঁদের সম্পর্ক ভেঙে যায়