বছরের শুরুতেই সুখবরটা দিয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে, তিনি মা হতে চলেছেন আর ক'দিন পরই আসবে প্রথম সন্তান, তার আগে অভিনেত্রীর সাধের অনুষ্ঠান সম্পন্ন হল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই সমস্ত ছবি পোস্ট করলেন কাজল আগরওয়াল স্বামী গৌতম কিচলু এবং পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন কাজল আগরওয়াল কোনও ছবিতে পরিবারের সদস্যদের মাঝে মধ্যমণি হয়ে বসে তিনি কোথাও তাঁকে স্বামীর সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে লাল ও সোনালি রঙের শাড়িতে সাধের অনুষ্ঠানে সেজে উঠেছেন কাজল আগরওয়াল বিশেষ দিনে বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ২০২০-র ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল আগরওয়াল