গত মরশুমে নিউক্যাসেল ইউনাইটেড সাফল্যের অন্যতম বড় কারণ কিরেন ট্রিপিয়ার



তারকা ডিফেন্ডার রক্ষণভাগকে স্থিরতা প্রদানের পাশাপাশি ডেডবলেও বেশ দক্ষ



গত মরশুমে ৪৮ ম্যাচে সাকা ১৫টি গোল এবং ১১টি অ্যাসিস্ট প্রদান করেছেন



এ মরশুমেও নিশ্চয়ই ভাল পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন তিনি



মহম্মদ সালা নিজের খারাপ মরশুমেও সব টুর্নামেন্ট মিলিয়ে ৫১টি ম্যাচে ৩০টি গোল করেছিলেন



এ মরশুমে নিজের সেরা ফর্মে ফিরতে মরিয়া হয়ে মাঠে নামবেন লিভারপুল ফরোয়ার্ড



গত মরশুমটা মার্কাস রাশফোর্ডের কাছে স্বপ্নের মতো কেটেছিল



৩০ গোল করা রাশফোর্ড এ মরশুমেও নিজের ফর্ম রাখতে মরিয়া হয়ে মাঠে নামবেন



গত মরশুমে প্রিমিয়ার লিগে সর্বকালীন গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন আরলিং হালান্ড



তাঁকে এই তালিকার বাইরে রাখা কার্যত অসম্ভব



Thanks for Reading. UP NEXT

৫০ ম্যাচে ২৩ জয়, ODI অধিনায়ক শাকিবের রেকর্ডবুক

View next story