মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোলে আর্সেনাল বধ ম্যান ইউয়ের

প্রিমিয়ার লিগে ৩-১ গোলে জয় রেড ডেভিলসদের

আর্সেনালের হয়ে একমাত্র গোল করেন বুকায়ো সাকা

পুরো ম্যাচ না খেললেও মাঠে অল্প সময়ে দ্যুতি ছড়ালেন রোনাল্ডো

এবারের প্রিমিয়ার লিগে প্রথম হার এটি আর্সেনালের

ম্যান ইউয়ের হয়ে প্রথম গোল করেন অ্যান্টোনি

৬৬ মিনিটের মাথায় র‍্যাশফোর্ড তাঁর প্রথম গোলটি করেন ম্যাচের

এরপর র‍্যাশফোর্ডই ফের গোল করেন ৭৫ মিনিটের মাথায়

লড়াই করলেও আর গোল করতে পারেননি জেসুসরা

৬ ম্যাচে ম্যান ইউয়ের পয়েন্ট এই মুহূর্তে ১২, তারা পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে