মাঝে প্রায় তিন বছরের বিরতি
স্বামী-সংসার এবং মেয়ে সামলে ফিরেছেন দেশে
তার পর থেকে প্রায়শই দেখা দিচ্ছেন
বিজ্ঞাপন এবং ছবির কাজ নিয়ে হচ্ছে কথা
সঙ্গে চলছে পেটপুজোও, ছবি আসছে ইনস্টাগ্রামে
তবে পোশাকেও নজর কাড়ছেন প্রিয়ঙ্কা
কখনও সাগরপাড়ে একেবারে 'ইজিব্রিজি' 'পিসি'
কখনও আবার পুরোদস্তুর বিদেশিনী 'দেশিগার্ল'
এ বারও নজর কাড়লেন, পেস্টেল রংয়ের পোশাকে
বাদামি চুলের সঙ্গে মিলিয়ে মেকআপও অনবদ্য