ABP Ananda


'সোহাগে-আদরে' জামাইষষ্ঠী, রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী সাড়ম্বরে পালন করলেন আজকের দিনটা।


ABP Ananda


আজ প্রমিতার বাড়িতে পাঞ্জাবিতে সেজে হাজির হয়েছিলেন রুদ্রজিৎ, হয়েছিল খাবার জমাটি আয়োজনও।


ABP Ananda


ফল থেকে শুরু করে রুদ্রজিতের সমস্ত পছন্দের পদের আয়োজন করেছিলেন প্রমিতার বাবা-মা।


ABP Ananda


সবুজ বেনারসিতে সেজেছিলেন প্রমিতা, বেগুনি পাঞ্জাবি পরেছিলেন রুদ্রজিৎ


ABP Ananda


এখনও সামাজিক বিয়ে সারেননি রুদ্রজিৎ ও প্রমিতা। তবে সারা হয়ে গিয়েছে আইনি বিয়ে।


ABP Ananda


কলকাতায়য় একসঙ্গে ঘর বেঁধেছেন তাঁরা। এখন রুদ্রজিতের কাছে এসে থাকেন তাঁর মা-ও।


ABP Ananda


কেবল রুদ্রজিৎ ও প্রমিতা নয়, টলিউডের প্রায় সব জামাইরাই আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালেন


ABP Ananda


একদিনের জন্য ডায়েট ভুললেন টলিউডের জুটিরা, মজলেন ভুরিভোজে।