এইবছর প্রথমবার কলকাতার পুজো দেখবেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের মা, সঙ্গী হবেন প্রমিতা চক্রবর্তীও। এবিপি লাইভে বিস্তারিত রুদ্রজিৎ-প্রমিতার পুজো প্ল্যান।

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এই জুটি, তাই দুজনের বাবা-মাকে নিয়ে পুজো প্ল্যানিং রয়েছে তাঁদের।

পুজোর একদিন পরিবারের সবাইকে নিয়ে বাইরে খেতে যাবেন প্রমিতারা। অন্যান্যদিন বাইরে খাবার পরিকল্পনা থাকলেও অষ্টমীর দিনটা অবশ্যই বাড়ির খাবার খাবেন।

প্রমিতা-রুদ্রজিতের অষ্টমীর মেনুতে থাকবে লুচি, আলুরদম, সুজি আর মিষ্টি। পুজোয় ডায়েট ভুলবেন রুদ্রজিৎ প্রমিতা, কেবল কবজি ডুবিয়ে খাওয়া।

পুজোর প্রতিদিনই শাড়ি পাঞ্জাবিতে সাজবেন প্রমিতা রুদ্রজিৎ, তবে রুদ্রজিতের কথা মনে রেখে একদিন তাঁকে জিন্স টপ পরার অনুমতি দিয়েছেন প্রমিতা।

অষ্টমী আর দশমীর জন্য রুদ্রজিৎ আর প্রমিতার পছন্দ লাল পোশাক। প্রমিতার কথায়, 'লাল ছাড়া ওই দুটো দিন ভাবাই যায় না।'

পুজোর বাকি দিনগুলো ও রঙ মিলিয়ে পোশাক পরবেন রুদ্রজিৎ-প্রমিতা। তালিকায় রয়েছে দুজনের একে অপরের জন্য পছন্দ করা শাড়ি-পাঞ্জাবি।

পুজোর আগে থেকেই রুদ্রজিতের কাছে প্রমিতার আবদার, ভালো ছবি তুলে দিতে হবে।

পুজোর রাতগুলোয় বাড়িতে সবার সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা রয়েছে রুদ্রজিৎ-প্রমিতার।

ইতিমধ্যেই পুজোর বিশেষ ফটোশ্যুট সেরে ফেলেছেন রুদ্রজিৎ-প্রমিতা