শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মতিথি রাজ্যজুড়ে সারম্বরে পালিত হবে এই বিশেষ দিন কামারপুকুরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে সকাল থেকেই বেদপাঠ, প্রার্থনা, স্তব ও স্তুতি, ভজন, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন মন্দিরে বিশেষ পুজো ও হোমের আয়োজন করা হয়েছে কামারপুকুরে মঙ্গলবার সকালে সানাই বাদন দিয়ে উৎসবের সূচনা করা হবে