গত ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট কোহলি

আরসিবিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজিত হয়েছিল

বেশ খানিকটা বিরতির সুযোগ নিয়েই মুম্বইয়েই পরিবারের সঙ্গে সময় কাটান কোহলি

রবিবারে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে আরসিবি

সেই ম্যাচের আগে আজই রাজস্থান রওনা দিলেন বিরাট

মুম্বই বিমানবন্দের পাপরাৎজির লেন্সবন্দি হন বিরাট

'কিংগ কোহলি'র পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও ক্রিম কালারের প্যান্ট

বিরাটের চোখে কালো চশমা ও মাথায় টুপিও ছিল

ট্রেন্ডি লুকে সকলেরই নজর কাড়েন বিরাট

এবার ব্যাটার বিরাট কেমন পারফর্ম করেন, সেটাই দেখার