ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড ১৯.১ ওভারে ১৭৫ রানের পার্টনারশিপ গড়েন ওয়ান ডের ইতিহাসে দেড়শোর অধিক রানের ক্ষেত্রে এটাই দ্রুততম পার্টনারশিপ ওয়ার্নার ৮১ রানের ইনিংসে কোহলিকে টপকে ৫০ ওভারে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন মাত্র ৫৯ বলে শতরান হাঁকান ট্র্যাভিস হেড, অস্ট্রেলিয়া করে ৩৮৮ রান বিশ্বকাপের প্রথম দল হিসাবে নাগাড়ে তিন ম্যাচে ৩৫০-র অধিক রান করল অস্ট্রেলিয়া ভাল শুরুর পর নিউজ়িল্যান্ডের দুই ওপেনারকে আউট করেন হ্যাজেলউড রচিন রবীন্দ্র ৭৭ বলে শতরান হাঁকিয়ে কিউয়িদের লড়াইয়ে ফেরান রবীন্দ্র আউট হওয়ার লড়াকু অর্ধশতরান করেন জিমি নিশাম তবে ৩৮৩/৯ রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের লড়াই এই ম্যাচে করা মোট ৭৭১ রান কোনও বিশ্বকাপের ম্যাচে সর্বকালের সর্বাধিক