আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস।
দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল দিনটি।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন।
দিল্লিতে বাতিল হয়েছিল পশ্চিমবঙ্গের নেতাজি ট্যাবলো। অথচ দিল্লির রাজপথে কুচকাওয়াজে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তৈরি ট্যাবলোতে দেখা গেল নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে। শোনা গেল, কদম কদম বাড়ায়ে যা।
ছত্তিশগড়ের ট্যাবলোয় জায়গা করে নেয় 'গোধান ন্যায় যোজন'
তবে শুধু রাজপথে নয়, চমক ছিল আকাশেও। প্রজাতন্ত্র দিবসে উড়ল ১৭টি জাগুয়ার বিমান