দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো

আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো

দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল দিনটি।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো এবার দিল্লির রাজপথে দেখা গেল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১২টি ট্যাবলো।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো

দিল্লিতে বাতিল হয়েছিল পশ্চিমবঙ্গের নেতাজি ট্যাবলো। অথচ দিল্লির রাজপথে কুচকাওয়াজে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের তৈরি ট্যাবলোতে দেখা গেল নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে। শোনা গেল, কদম কদম বাড়ায়ে যা।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো নজর কাড়ে পাঞ্জাবের ট্যাবলো । দেশের স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের অবদানের কথা তুলে ধরা হয়। ট্যাবলোয় তুলে ধরা হয়- ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেব-কে।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো

ছত্তিশগড়ের ট্যাবলোয় জায়গা করে নেয় 'গোধান ন্যায় যোজন'

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো কর্নাটক: ঐতিহ্যবাহী হস্তশিল্পের আঁতুড়ঘর-এই থিম তুলের ধরে সে রাজ্যের ট্যাবলো। কর্ণাটককে ঐতিহ্যবাহী হস্তশিল্পের আঁতুড়ঘর বলা হয় কারণ, ১৬টি প্রত্নবস্তুতে বিশ্ব সূচক (GI) ট্যাগ রয়েছে।

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো

তবে শুধু রাজপথে নয়, চমক ছিল আকাশেও। প্রজাতন্ত্র দিবসে উড়ল ১৭টি জাগুয়ার বিমান

দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলো এদিকে আজ রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়া বিরাট চাকরি থেকে অবসর নিল। এ বছর তাকে দেওয়া হয় চিফ অব আর্মি স্টাফ কম্যান্ডেশন মেডেল। রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই অনুষ্ঠানে তাকে বিদায় জানান।