১৯৫০ সালের আজকের দিনে সংবিধান গৃহীত হয়েছিল

২১টি তোপধ্বনির মাধ্যমে পতাকা উত্তোলন হয়েছিল

আজকের পতাকা অনেকটাই আলাদা

বদল এসেছে পতাকার রঙ ও প্রতীকে

মহাত্মা গাঁধী বলেছিলেন, একটি পতাকা সমস্ত জাতির জন্য প্রয়োজনীয়

লক্ষ লক্ষ মানুষ এর জন্য প্রাণ দিয়েছে

প্রথম পতাকাটি লাল এবং হলুদ রঙের ছিল লেখা ছিল- 'বন্দে মাতরম'। সেখানে ছিল বজ্র ও শ্বেতপদ্ম।

আরেকটি পতাকাও ১৯০৬ সালে তৈরি করা হয়েছিল

১৯১৭ সালে হোমরুল লীগ একটি পতাকা উত্তোলন করে যদিও কোনওভাবেই জনপ্রিয়তা অর্জন করেনি পতাকাটি

১৯২১ সালে এই পতাকা আঁকেন এক অন্ধ্র যুবক যেখানে লাল এবং সবুজ দুটি রঙ রাখা হয়, মাঝে ছিল চরকা

১৯৩১ সালে গেরুয়া, সাদা এবং সবুজে এল তেরঙ্গা

গেরুয়া, সাদা এবং সবুজের