ঋদ্ধিমানকে আউট করে নাইটদের প্রথম সাফল্য এনে দেন সুনীল নারাইন গিল ও সুদর্শন ৬৭ রানের পার্টনারশিপে গুজরাতকে ১০০ রানের গণ্ডি পার করান তবে পরপর গিল ও মনোহরকে ফিরিয়ে ম্যাচে ফেরে কেকেআর সুদর্শনকে ৫৩ রানে ফিরিয়ে তৃতীয় সাফল্য পান নারাইন বিজয়ের ৬৩ রানে ভর করে গুজরাত ২০৪/৪ রান করে গুরবাজ, জগদীশন পরপর আউট হওয়ায় ২৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বেঙ্কটেশ ৮৩ ও রানা ৪৫ রান করে কেকেআরকে ম্যাচে ফেরান তবে ১৭তম ওভারে হ্যাটট্রিক নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রশিদ তবে শেষ ওভারে পাঁচ ছক্কায় কেকেআরকে তিন উইকেটে ম্যাচ জেতান রিঙ্কু আইপিএলে রান তাড়া করে জয়ী দলের হয়ে শেষ ওভারে এর থেকে বেশি রান আর কেউ করেননি