টলিউডের 'বং ক্রাশ' ঋতাভরীর ঠিকানা আপাতত দুবাই। বিদেশে ছুটি কাটাচ্ছেন তিনি।

দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে একা সফরে বেরিয়েছেন তিনি। আপাতত একাই দুবাই পাড়ি দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ফুলের সাজে শেয়ার করে নিয়েছেন ঋতাভরী চক্রবর্তী।

'দুবাই মিরাকেল গার্ডেন'-এ যাওয়ার জন্য হলুদ ফ্লোরাল গাউন বেছেছিলেন ঋতাভরী চক্রবর্তী।

ফ্লোরাল গাউনের সঙ্গে ফুলের টিয়েরা পরেছিলেন ঋতাভরী। ফুলের মতোই ঝলমল করছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ফুলের বাগানে খেলা করছেন তিনি। হলুদ পোশাকে ঝলমল করছেন তিনি। ফুলের ঔজ্জ্বল্যকে পাল্লা দিচ্ছে তাঁর মুখের হাসি।

সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর এই ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। কমেন্টবক্সে তাঁরা প্রশংসা করেছেন সেইসব ছবির।