একসময় ইন্ডাস্টির দাপুটে অভিনেত্রী, এখনও প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু অভিনয় নয়, ঋতুপর্ণার নাকি ইচ্ছা ছিল শিক্ষিকা হওয়ার! ঋতুপর্ণার পরিবারের কেউ কখনও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের যোগ্যতাতেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন ঋতুপর্ণা। সামনেই, ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'মহিষাসুরমর্দ্দিনী' মেয়েদের লড়াইয়ের কথা বলবে 'মহিষাসুরমর্দ্দিনী' ঋতুপর্ণা ছাড়াও ছবিতে রয়েছেন শাশ্বত, পরমব্রত ও অন্যান্যরা। কোভিড কালেই হয়েছে এই ছবির শ্যুটিং। কলকাতা থেকে দূরে ছিল শ্যুটিং একটা রাতের গল্প বলবে 'মহিষাসুরমর্দ্দিনী'