টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার

একচল্লিশ বছর বয়সে টেনিসকে আলবিদা জানালেন সুইস সম্রাট

১৯৯৮ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু, প্রথম গ্র্যান্ডস্লাম ২০০৩ সালে

২৪ বছরের কেরিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন ফেডেরার

ফেডেরার সোশাল মিডিয়ায় নিজের বিবৃতিতে লেখেন, ''শেষ ২৪ বছর যেন ২৪ ঘণ্টার মত''

গত ২৪ বছরের মোট ১৫০০টিরও বেশি ম্যাচ খেলেছেন ফেডেক্স

সেরেনা উইলিয়ামসের পর এবার রজারও টেনিসকে বিদায় জানালেন

গত বছর উইম্বলডনে শেষবার গ্র্যান্ডস্লামের মঞ্চে দেখা গিয়েছিল ফেডেরারকে

আগামী সপ্তাহে শুরু হতে চলা লেভার কাপে শেষবার খেলতে নামবেন রজার

গ্র্যান্ডস্লাম ও এটিপি ট্যুর না খেললেও টেনিস হয়ত এখনই পুরোপুরি ছাড়ছেন না রজার