দিনের শুরুতেই টড মার্ফির বলে ৭০ রানে বোল্ড হন জাডেজা জাডেজা আউট হওয়ার পর শামি ও অক্ষর ৫২ রানের পার্টনারশিপ গড়েন অক্ষর ৮৪ রানে আউট হওয়ায় ৪০০ রানে ভারতের ইনিংস শেষ হয় খাওয়াজাকে ৫ রানে ফিরিয়ে অজিদের ধস নামানো শুরু করেন অশ্বিন দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন অশ্বিন অশ্বিনের দাপটে ৯১ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া শামি ইনিংসে দুই উইকেট নেন কামব্যাক ম্যাচে সেরা হন জাডেজা তবে আঙুলে ক্রিম লাগিয়ে আইসিসির শাস্তির কবলে জাডেজা রোহিতের নবম শতরানে ভারতের ইনিংস ও ১৩২ রানে ম্যাচ জিতল