রুশ-ইউক্রেন যুদ্ধ

আটদিন ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে ধ্বংস প্রতিদিনই বাড়ছে। ইউক্রেনের অন্য শহরগুলির তুলনায় খারকিভের পরিস্থিতি খুবই খারাপ।

জনশূন্য রাস্তাঘাট

এই শহরের অনেক ইমারতই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জনশূন্য রাস্তাঘাট। রুশ গোলাবর্ষণ ও বোম,ক্ষেপণাস্ত্র হানায় কাঁপছে ইউক্রেনের মাটি।

খেরসন দখল

ইউক্রেনের খারকিভ ও মারিয়ুপোল শহরে রাশিয়া বড়সড় হামলা চালিয়েছে। সেই সঙ্গে রুশ বাহিনী খেরসন দখল করেছে। যদিও ইউক্রেন রাজধানী কিভের পথে রুশ বাহিনীর কনভয় আটকে দেওয়ার দাবি জানিয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতি

ইউক্রেনের ওখার্তিকা ও খারকিভে রুশ আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি। ইউক্রেনের দাবি, খারকিভে তিনটি স্কুল ও একটি চার্চ ধ্বংস হয়েছে। ওখার্তিকায় অনেক বাড়ি ধ্বংস হয়েছে।

বাড়ছে মৃত্যু

যুদ্ধের মধ্যেই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে তাদের ৪৯৮ সেনা মারা গিয়েছে। জখম হয়েচে ১,৫৯৭ জন।

বাড়ছে মৃত্যু

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে যে, ইউক্রেনের প্রায় ২,৮৭০ জন মারা গিয়েছে এবং প্রায় ৩,৭০০ জখম হয়েছে। বন্দি করা হয়েছে ৫৭২ জনকে।

দেশ ছাড়ছেন অনেকে

ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাষ্ট্রপুঞ্জ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন ছেড়ে যাওয়া লোকজনের সংখ্যা আবারও বেড়ে গিয়েছে।

খারকিভ

খারকিভের কেন্দ্রস্থল ফ্রিডম স্কোয়ার ও অন্যান্য অসামরিক জায়গায় মঙ্গলবার রাশিয়া বারেবারেই নিশানা করে। মুহুর্মুহু আক্রমণে কেঁপে ওঠে খারকিভ।

এয়ার রেড অ্যালার্ট

এরইমধ্যে রাশিয়াকে কড়া টক্করও দিচ্ছে ইউক্রেন। রুশ সেনার ৩টি জেট ও ২টি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে তারা। কিভ, ভোলিন, জাফোরজিয়া-সহ একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।

রুশ সেনার সঙ্গে লড়াই

বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছেন সশস্ত্র ইউক্রেনীয়রা। ইউক্রেনকে আরও অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সরবরাহ করা হচ্ছে, জানাল জার্মানি।