৩০ পরবর্তী গর্ভধারণ মানেই কি জটিলতা ? ঠিক কতদিন অপেক্ষা করা যেতে পারে স্বাভাবিক ভাবে মা হওয়ার জন্য ? ৩০ পরেও মাতৃত্বের জন্য আরও অপেক্ষা করতে চাইলে করতে হবে কিছু টেস্ট । আপনাকে ও পার্টনারকেও চকোলেট সিস্টের সমস্যা না থাকে তাহলে অপেক্ষা করা যেতেই পারে আরও কয়েক বছর নিশ্চিন্তে রীক্ষা করে নিতে হবে Anti-Müllerian Hormone Test এই পরীক্ষাই দেখে নেয়, মহিলার গর্ভাশয়ে কত ডিম্বাণু অবশিষ্ট আছে পেটে অসম্ভব যন্ত্রণা ? বিশেষত পিরিয়ডস চলাকালীন ? তাহলে চিকিৎসকের পরামর্শ নিন সময় থাকতে। এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকলে সতর্ক হোন । তলপেটে অসহ্য ব্যথা করতে থাকে। অবহেলার ফলে অনেক সময় ডিম্বাশয়ে ও জরায়ুতে এন্ডোমেট্রিওসিসের কারণে টিউমারও হতে পারে। প্রতি মাসে যদি ঋতুস্রাব বা মেনস্টুয়েশনের সময় তলপেটে অসহ্য যন্ত্রনা হয় তাহলে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে। চকোলেট সিস্টের সমস্যা থাকলে সতর্ক হতে হবে। চিকিৎসা করে দেখতে হবে ওষুধে কমে কি না। হাই ব্লাড প্রেসার, ব্লাড সুগার , ফ্যাটি লিভার, ওবেসিটি বা আরও অনেক সমস্যা থাকে যা প্রেগনেন্সি নিয়ে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে।