আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি কলকাতার একাংশে



উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে



নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে



এছাড়া, উত্তরপ্রদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে



উপকূলবর্তী অঞ্চল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে



দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা



বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলি এবং দক্ষিণ ২৪ পরগনায়



কলকাতায় কয়েক পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে



বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতে



কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির আশঙ্কা



Thanks for Reading. UP NEXT

আদ্যাপীঠে মুখ্যমন্ত্রী

View next story