দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

পেরুর ভিনিকুঙ্কা পর্বত। ভিনিকুঙ্কার অনুবাদ করলে দাঁড়ায় "সাতরঙা পর্বত"। অপূর্ব সুন্দর এই ভিনিকুঙ্কাকে রামধনু পর্বত বলা হয়।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

আইসল্যান্ডের কিরকুজুফেল। এটাকে 'দ্য মোস্ট ফটোগ্রাফড মাউন্টেন ইন আইসল্যান্ড' বলা হয়।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

অস্ট্রেলিয়ার থ্রি সিস্টারস পর্বত। চমৎকার এই পর্বত ঘিরে রয়েছে ইউক্যালিপটাসের জঙ্গল, জলপ্রপাত।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

বলিভিনা অল্টিপ্লানোর আন্দিজ। এটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতশ্রেণি। সাত দেশজুড়ে ছড়িয়ে। এই দেশগুলি হল- আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

নেপালের আমা দাবলাম। পূর্ব হিমালয় পরিসরে অবস্থিত। এটাকে বলা হয় "মায়ের নেকলেস"। এটি হিমালয়ের সবচেয়ে সুন্দর শিখরগুলির মধ্যে একটি।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

ভিয়েতনামের মু ক্যাং চাই। অপূর্ব সুন্দর এই পর্বত ফিতার কুণ্ডলীর মতো দেখতে।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

সুইজারল্যান্ডের দ্য ম্যাটারহর্ন। সুইজারল্যান্ড ও ইটালির সীমানায় অবস্থিত। আল্পাসের সবথেকে পরিচিত শিখর এটি।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

জাপানের মাউন্ট ফুজি। জাপানের সবথেকে উঁচু পর্বতমালা। মাউন্ট ফুজি দেশের সংস্কৃতি এবং চিত্রের সাথে জড়িত।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

টেবিল মাউন্টেন। টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্কের অংশ এই পর্বত। সমতল চূড়ার এই পর্বত দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বিপরীতে একটি আকর্ষণীয় ল্যান্ডমার্ক।

দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা সুন্দর ১০ পর্বত

হুয়াংশান, পূর্ব চিনে অবস্থিত। এই পর্বত চিনের বহু চিত্রকর, ফটোগ্রাফার ও সাহিত্যিককে অনুপ্রাণিত করেছে। এখানকার সূর্যাস্ত এবং অদ্ভুত দর্শন গ্রানাইটের এই শিখর পর্যটকদের আকর্ষিত করে।

Thanks for Reading. UP NEXT

শিশুকে সু-অভ্যাসের অধিকারী করে তুলতে ছোট থেকেই যেগুলো শেখাবেন

View next story