অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

বিশ্বভারতীর অধ্যাপকের তৈরি ধাতব দুর্গা রওনা দেবে ওড়িশায়।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

নিজের শিল্পসত্ত্বা দিয়ে ধাতব দুর্গা তৈরি করে বিশ্ববিদ্যালয়ের মান ও মুখ উজ্জ্বল করলেন শিল্প সদনের অধ্যাপক শিল্পী আশিস ঘোষ।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

মহালয়ার দিন আট ফুট উচ্চতা ও আট ফুট চওড়া বিশিষ্ট এই ধাতব দুর্গা মূর্তি পাড়ি দেবে ওড়িশার ঝাড়সুকদার উদ্দেশে।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কোপাই নদী পেরিয়ে গ্রামীণ আবহে লুপ্তপ্রায় বাংলার গ্রামীণ শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে উদ্ভাবনী ভাবনার জন্য পরিচিত ফার্নিচার-ডিজাইন বিভাগের অধ্যাপক আশিস ঘোষ ও তাঁর স্টুডিও মৃত্তিকা।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

মেদিনীপুরের কেশপুর থেকে এসে পড়াশোনা করেন বিশ্বভারতীর শিল্প সদন ও কলাভবনে।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

২০০১ সালে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করেন তিনি।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

কলাভবনে মাস্টারমশাই হিসেবে পেয়েছেন যোগেন চৌধুরী, কেজি শুব্রমনিয়াম প্রমুখকে।

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

শিল্পী হিসেবে তাঁর উল্লেখযোগ্য সাফল্য- ২০০৪ সালে গ্রিস অলিম্পিকে একমাত্র ভারতীয় শিল্পী হিসেবে ওপেন কম্পিটিশনে ক্রাইসিস থিম নিয়ে কাজ করার সুযোগ

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

২০০৮ সালে বেজিং অলিম্পিকে ৪০ ফুটের পাখির বাসা তৈরি করে স্বর্ণপদক পান তিনি

অধ্যাপকের 'ধাতব-দুর্গা'

এছাড়াও ইংল্যান্ড, আমেরিকা, তাইওয়ান, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ইতালি প্রভৃতি দেশে ভারতীয় প্রাকৃতিক উপাদান দিয়ে কাজ করে তাক লাগিয়েছেন। তার স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০০৯ সালে জিন্দাল গ্রুপ তাঁকে আর্টিস্ট অফ দ্যা ইয়ার পুরস্কারে সম্মানিত করে।

Thanks for Reading. UP NEXT

রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, দুর্গতদের উদ্ধারে নামল সেনা

View next story