জ্যোতিষ শাস্ত্র বলে, শনিদেব কর্মের ভিত্তিতে ফল দেন।



শনি কুম্ভ রাশিতে অস্তমিত হবে এবং কিছু রাশিচক্রের জন্য এই পরিবর্তন সমস্যা বৃদ্ধি করবে।



শনিকে কেউ কেউ অতি নিষ্ঠুর মনে করেন। শনিদেবতা গ্রহকূলে বিচারক গ্রহের মর্যাদা পেয়েছেন।



শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তবে এ বছর শনির গতিবিধিতে পরিবর্তন আসবে।



১১ ফেব্রুয়ারি তারিখে শনি অস্ত যাবে এবং ১৮ মার্চ পর্যন্ত এই অবস্থায় থাকবে।



শনির অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু রাশির প্রতিকূল সময় শুরু হতে পারে।



কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির অস্তমিত দশা খুব কঠিন হতে পারে।



মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।



কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্যা আরও বাড়তে পারে শনির এই অবস্থায়।



ডিসক্লেমার : bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই