জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি সূর্যের পুত্র শনি দেবের জন্মবার্ষিকী



শনি জয়ন্তীর দিন ভক্তি সহকারে পুজো করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।



শনি জয়ন্তীর দিনটি খুবই বিশেষ। শনি জয়ন্তী শনি দেবের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।



জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনিদেবের জন্ম হয়েছিল।



প্রতি বছর এই দিনে শনিদেবের জন্মদিন পালিত হয়। এই বছর শনি জয়ন্তী ১৯ মে।



শনিদেব হলেন সূর্য ও ছায়ার পুত্র। জ্যোতিষশাস্ত্রে, শনিদেবকে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বলা হয়।



জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু - ১৮ মে রাত ৯:৪২ টায়
জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শেষ - ১৯ মে রাত ০৯:২২ টায়


উপাসনার সময় :
সকাল ৭:১১-১০:৩৫ টা (১৯ মে)
বেলা ১২:১৮ - ০২ : ০০ (১৯ মে)


এ বার শনি জয়ন্তীতে তৈরি হচ্ছে শোভন যোগ।
শোভন যোগ হবে ১৮ মে


এই শুভ যোগে শনি ভগবানের উপাসনা করলে শুভ ফল পাওয়া যাবে।