শনিদেবকে ন্যায়ের দেবতা মনে করা হয়।



শনির অবস্থান অনুসারে তিনি কারও ওপর সদয়, আবার কারও ওপর বক্র দৃষ্টি দেন।



শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করেন।



শনিদেবের আশীর্বাদ সবসময় সেই সমস্ত লোকদের উপর থাকে যারা ৮ তারিখে জন্মগ্রহণ করেন।



যাঁদের জন্মতারিথেক সংখ্যাগুলি যোগ করে ৮ আসবে, তারাও শনি শুভ দৃষ্টি পান।



৮ নম্বর শনি। ৮ , ১৭, ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রতি শনিদেব সদয় হন।



যাঁরা অন্যদের উপকার করেন, শনিদেব কখনও তাদের ক্ষতি করেন না।



যাঁরা ধর্মীয় কাজে নিয়োজিত থাকেন, তাঁদের উপর সবসময় শনিদেবের আশীর্বাদ থাকে।



যাঁরা ধর্মীয় কাজে নিয়োজিত থাকেন তাঁদের উপর সবসময় শনিদেবের আশীর্বাদ থাকে।



দাবিত্যাগ : এখানে দেওয়া কোনো তথ্য bengali.abplive.com নিশ্চিত করে না।