শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয় শনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন

কোন সংখ্যার ভগবান শনি? সেই জন্মতারিখে মানুষদের থেকে দূরে থাকে এই গ্রহ

সংখ্যাতত্ত্ব অনুসারে, ৮, ১৭, ২৬ তারিখের জাতকরা শনির কৃপা পেয়ে থাকেন

শনি সর্বদা শুভ না থাকলেও শনির প্রভাবেই তাঁরা ভাল থাকবেন

শনিদেব শুধু সেই লোকদেরই কষ্ট দেন

যাদের কর্মফল ভালো নয়

শনিবারও ভগবান হনুমানের সঙ্গে যুক্ত প্রতি শনিবার 'হনুমান চালিসা' পাঠ করলে শনিদেব প্রসন্ন হন

প্রতি শনিবার তাই শনির পাশাপাশি হনুমানের পুজো করুন এতে মানসিক শান্তি ও মনের জোর বৃদ্ধি পায়