শেহনাজ গিলের সঙ্গে তাঁর প্রেম এখন স্মৃতির পাতায়
অকালেই চলে গিয়েছেন সিদ্ধার্থ শুক্লা
সিদ্ধার্থ ও শেহনাজের জুটি ‘সিডনাজ’ বলে পরিচিত ছিল
সিদ্ধার্থের অকাল মৃত্যুতে ভাঙল সেই জুটি
দুজনের চোখের ভাষাতেই ফুটে উঠত প্রেম
মনের কথা বেশ কয়েকবারই জানিয়েছিলেন শেহনাজ
কিছুদিন আগে ডান্স দিওয়ানে ৩-র মঞ্চে সিডনাজ জুটি
খুনসুটি ও হাসি-মজার সেই দিনগুলো এখন অতীত
সিদ্ধার্থকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন শেহনাজ
ছবি আছে, আছে স্মৃতি, শুধু নেই সিদ্ধার্থ