নীল ষষ্ঠীতে সারাদিনের উপবাসের পর শিবের পুজো করে উপবাস ভঙ্গ করেন মায়েরা।



১৩ এপ্রিল বৃহস্পতিবার এই ব্রত পালনের দিন। বাংলার তারিখ ২৯ চৈত্র ১৪২৯।



নীল ষষ্ঠীতে সারাদিনের উপবাসের পর শিবের পুজো করে উপবাস ভঙ্গ করেন মায়েরা।



বেল পাতা ভগবান শিবের খুব প্রিয়।



শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের তিনটি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়।



এই দিনে কালো কাপড় পরবেন না।



অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা, অপরাজিতা, জুঁই, নাগ কেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে।



যে ফুলগুলি নিষিদ্ধ তা হল- কদম্ব, কেভদা, কেতকী।