কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় যখন ইডেন গার্ডেন্স ছেড়ে বেরতেন, ভক্তরা কার্যত ঝাঁপিয়ে পড়ত সেলফি তোলা, সইশিকারিদের আব্দার মেটানো ছিল তাঁর কাছে রুটিন ঘটনা শুভমন গিল আর কেকেআর পরিবারের সদস্য নন, আইপিএলে খেলেন গুজরাত টাইটান্সের হয়ে কিন্তু কলকাতা ভোলেনি প্রাক্তন নাইটকে ইডেনের ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে উন্মাদনা অটোগ্রাফ, ছবি তোলার জন্য চিৎকারে কান পাতা দায় টি-২০ বিশ্বকাপের দলে নেই শুভমন, বলছেন, তাঁর কাজ রান করে যাওয়া দলে নেওয়া হবে কি না সেটা নির্বাচকদের ব্যাপার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট খেলতে ইডেনে এসেছিলেন চেতেশ্বর পূজারাও