২৩-এ পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ শুভমন গিল

ছোট্ট কেরিয়ারে ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে ফেলেছেন পঞ্জাবের ব্যাটার

সদ্যই জিম্বাবোয়ে সিরিজে ভারতের হয়ে দারুণ খেলেছেন গিল

জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডেতে গিলের করা ১৩০ রানই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস

এই শতরানের সুবাদে তৃতীয় কণিষ্ঠতম ভারতীয় ব্যাটার হিসাবে বিদেশের মাটিতে ওয়ান ডেতে ১০০ করার কৃতিত্ব গড়েন গিল

জিম্বাবোয়ে সিরিজে ২৪৫ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ২০৫ করেন গিল, পরপর সিরিজে এটাই সর্বোচ্চ রান

কেরিয়ারের প্রথম ১০টি ওয়ান ডে ম্যাচে ভারতীয় হিসাবে গিলই সর্বাধিক ৪৯৯ রান করেছেন

২০১৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ প্রভাবিত করেছিলেন গিল, হয়েছিলেন টুর্নামেন্ট সেরাও

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরেই কলকাতা নাইট রাইডার্স গিলকে দলে সামিল করে

কেকেআরের হয়েই ২০১৯ সালে পঞ্জাবের বিরুদ্ধে ৬৫ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটার হিসাবে ২০ বছর হওয়ার আগেই আইপিএলে চারটি অর্ধশতরান করেন গিল