৭ ফেব্রুয়ারি মরুশহরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড়ে রাজকীয়ভাবে পাঞ্জাবি মতে বিয়ে সারেন বলিউডের অন্যতম চর্চিত জুটি সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের ছবি পোস্ট করায় তাতে নজর কাড়ে মণীশ মালহোত্রর ডিজাইন করা বর ও কনের পোশাক। কিয়ারা এদিন পরেছিলেন কাস্টম অম্বরে মণীশ মালহোত্রর লেহঙ্গা যাতে 'এম্প্রেস রোজ' রঙের আভা সেটিকে আরও সুন্দর করে তোলে। এই লেহঙ্গায় রোমান স্থাপত্যের বিবরণ রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারির মাধ্যমে। 'সিটি অফ ডোমস' রোমের প্রতি সমানভাবেই আকৃষ্ট কিয়ারা ও সিদ্ধার্থ। আর তাঁদের সেই বিশেষ প্রেম-ভালবাসার কথা মাথায় রেখেই এই ডিজাইন। অভিনেত্রীর নজরকাড়া সবুজ গয়না আলট্রা ফাইন হ্যান্ডকাট ডায়মন্ডের সঙ্গে বিরল জাম্বিয়ান এমারেল্ডের মিশেলে তৈরি। সিদ্ধার্থ মালহোত্রর গয়নার ব্যাপারে মণীশ জানান, 'রানিওয়ালা ১৮৮১'-র তৈরি পোল্কি গয়নার সঙ্গে তাঁর পোশাকটি 'ওল্ড ওয়ার্ল্ড চার্ম' অনুপ্রাণিত। সিদ্ধার্থের পরনে ছিল মেটালিক সোনালী শেরওয়ানি, সঙ্গে রাজকীয় ছোঁয়া। শেরওয়ানিতে ছিল আইভরি সুতোর কাজ, সোনালি জারদৌসি ও বাদলা কাজ। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই যদিও অনুরাগীরাও উচ্ছ্বসিত। তবে বিয়ের দিনের আরও ছবি দেখতেও আগ্রহী তাঁরা। এ দিন বিয়ে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থের লেখায় উঠে আসে 'শেরশাহ' ছবির সংলাপ। জানান, পাকাপাকি বুকিং হয়ে গিয়েছে তাঁদের।