ভাতে আলুসেদ্ধ হোক বা বিরিয়ানিতে গোটা আলু। নানাভাবেই পাতে জায়গা মেলে আলুর। বিভিন্ন গুণাগুনের জন্যই খাবার আলু ছাড়া অচল। এই আনাজের কিন্তু আরও একটি বড় গুণ রয়েছে। ত্বকের পরিচর্যা করতে আলুর জুড়ি মেলা ভার। ডার্ক সার্কেল কমাতে ব্যবহার করা হয় আলু। আলুর খোসা ছাড়িয়ে চাকতির মতো কেটে সেটাকে পাতলা কাপড়ে জড়িয়ে নিতে হবে। তারপর সেটাকে চোখের নীচে রাখতে হবে। ব্রণর দাগ সারাতে কাজ করে আলু। আধ চামচ আলুর রস, আধ চামচ টোম্যাটোর রস ও আধ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। ত্বকের উপরিভাগে মৃত কোষ সরিয়ে ফেলতে কাজে লাগে আলু। এক্সফোলিয়েট করতে সাহায্য করে। প্রবল রোদে সানবার্ন হওয়া অবধারিত। এটি ঠিক করতেও ভরসা আলু। আলু কেটে, সেই টুকরো দিয়ে সানবার্ন হওয়া জায়গাগুলোর উপর প্রয়োগ করতে হবে। ত্বক দ্রুত ঠান্ডা করতে পারে আলুর রস। প্রয়োজনে থেঁতো করে সেটাও ত্বকে লাগানো যায়। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের কথা মেনে চলুন।