দীর্ঘ অপেক্ষার পড়ে অবশেষে 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর অভিনীত 'শেষের গল্প'। 'শেষের কবিতা'য় রবি ঠাকুরের না বলা অংশ নিয়ে তৈরি সিনেমাটি। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, রবীন্দ্রনাথ মিশে গেছে এখানে। অমিত এবং লাবণ্য হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্করের জুটির রসায়ন যে দর্শকদের মন কাড়বে এমনই আশা করা যায়। কেমন হত যদি 'শেষের কবিতা'র অমিত ও লাবণ্যের আবার দেখা হত বয়সকালে? জীবনের শেষলগ্নে যদি মুখোমুখি হতেন অমিত-লাবণ্য? সেই সাক্ষাৎ এবং তাদের একটি কাল্পনিক পুনর্মিলনের উপর নির্ভর করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প। 'শেষের গল্প' ছবির কেন্দ্রবিন্দু একটি বৃদ্ধাশ্রম। বিচ্ছেদের বহু বছর পর 'অমিত রায়' ( সৌমিত্র চট্টোপাধ্যায় ) বন্ধু নরেন্দ্রকে নিয়ে কলকাতার কাছেই একটি বৃদ্ধাশ্রম চালান। গল্পের ফেরে হঠাৎ সেখানে পৌঁছন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লাবণ্য দত্ত ( মমতা শঙ্কর)। অন্যান্য চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, দুর্গা সাঁতরা, অর্ণ মুখোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ছবির পরিচালনা করছেন, জিৎ চক্রবর্তী। ছবির সুরের দায়িত্ব সামলেছেন রাজীব চক্রবর্তী। ছবির প্রযোজক, জয়দেব সমাদ্দার। ছবিতে গান গেয়েছেন, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র।