হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। দেশের বড় ব্যাঙ্কগুলিতে বিশেষ স্থায়ী আমানতে বেশি সুদ পেতে চাইলে এটাই শেষ সময়।

SBI-এর দুটি বিশেষ FD-র মেয়াদ 31 মার্চের পরে শেষ হচ্ছে৷ Vcare ও 400 দিনের এই দুটি FD 2020 সালে শুরু হয়েছিল৷

প্রবীণ নাগরিকদের 400 দিনের জন্য অমৃত কলশ স্পেশাল এফডি-তে 7.60 শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

HDFC ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ FD শুরু করেছে৷ যাতে 0.25 শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে৷ এর মেয়াদ 10 বছর ও সুদ 7.75 শতাংশ।

IDBI ব্যাঙ্ক 400 দিন ও 700 দিনের মেয়াদের বিশেষ FD-তে সাধারণ জনগণকে 0.25% ও সিনিয়র সিটিজেনদের 0.50% সুদ দিচ্ছে।

Indian Bank 555 দিনের বিশেষ FD-তে এই ব্যাঙ্ক সাধারণ মানুষকে 7% এবং প্রবীণ নাগরিকদের 7.50% সুদ দিচ্ছে।

Punjab Sindhu Bank এই ব্যাঙ্ক 222 দিনের জন্ 8.85 শতাংশ, 601 দিনের FDতে 7.85 পর্যন্ত সুদ দিচ্ছে। 300 দিনের মেয়াদের জন্য 8.35 শতাংশ পর্যন্ত সুদ পাবেন এখানে।

তাই দেরি করলে আর এই সুযোগ পাবেন না।

কোন ব্যাঙ্কে বেশি সুদ দেখে সিদ্ধান্ত নিন

বিনিয়োগের এত ভাল সুযোগ আর পাবেন কি ?