বিভিন্ন ইভেন্টে শুরু হয়ে গিয়েছে আগেই



শনিবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন হল



৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা



উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ এবং বক্সার লভলিনা বরগোহাঁই



হাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে এশিয়ান গেমসের উদ্বোধনেও দেখা গেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার



আয়োজক চিন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলেছিল



উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল এআই প্রযুক্তির ব্যবহার



কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার ছিল না আতসবাজির প্রদর্শন



আলোকসজ্জায় ব্যবহৃত হল থ্রিডি লাইট



তাতেই যেন আতসবাজির রোশনাই



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং



এবার এশিয়ান গেমসে ৩৫টি খেলায় ভারতের মোট ৬৫৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন