সময়টা হার্দিক পাণ্ড্যর জন্য একেবারেই ভাল কাটছে না



আইপিএলে হার্দিকের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে



টুর্নামেন্টে সবার নীচে শেষ করেছে তাঁর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সও



এবার হার্দিকের ব্যক্তিগত জীবনেও ঝড়ের কানাঘুষো শোনা যাচ্ছে



খবর অনুযায়ী হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ত্যাঙ্কোভিচের বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে



২০২০ সালের মে মাসে হার্দিক এবং নাতাশা বিবাহ বন্ধনে আবদ্ধ হন



তাঁদের অগস্ত নামে তিন বছর বয়সি এক ছেলেও রয়েছে



তবে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কোনও পোস্ট নেই



আগে নাতাশা হার্দিকের হয়ে মাঠে গলা ফাটাতে আসলেও, এবারের আইপিএলে তাঁকে দেখা যায়নি



সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাণ্ড্য পদবিও মুছে ফেলেছেন মডেল অভিনেত্রী



সম্প্রতি পাপারাৎজ়িদের মুখোমুখি হলে নাতাশাকে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়



তবে নাতাশা কেবল ধন্যবাদ বলেই সেখান থেকে চলে



তাঁর এই এড়িয়ে যাওয়াটা কিন্তু যে হার্দিক-নাতাশার বিবাহবিচ্ছেদের খবরে আরও ইন্ধন জুগিয়েছে, তা বলাই যায়