ধোনির বায়োপিকে অনেক অজানা কাহিনি জানা গিয়েছিল


তবে এবার নিজের একটি অজানা গল্প নিজেই শোনালেন ধোনি



টেস্ট ক্রিকেট ছেড়েছিলেন ২০১৪ সালে



২০১৯ সালে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি



কোনও আগাম ঘোষণা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় আচমকা অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন মাহি



ধোনি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, বাড়ির একজন তাঁকে অবসর নেওয়ার পরামর্শ নিয়েছিলেন



তিনি পান সিংহ ধোনি, মাহির বাবা



ধোনি জানিয়েছেন, ৫-৭ বছর আগে বাবা তাঁকে অবসর নিতে বলেছিলেন



ছেলেকে পান সিংহ বলেছিলেন, অনেক খেলেছো, এবার বাকিরাও খেলুক



আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে (ছবি - পিটিআই)