প্যারিস প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নভদীপ সিংহ

ব্যক্তিগত সেরা ৪৭.৩২ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে সোনা জেতেন নভদীপ

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে এসে নভদীপ বলেন

''আমাদের অনুপ্রেরণা কোথা থেকে আসে জানেন?''

নভদীপ উল্লেখ করেন আরও দু জন পদকজয়ী প্যারালিম্পিয়ানের কথা

নভদীপ বলেন, ''অনেকেই আমাদের বলেন যে তুই কিছু করতে পারবি না, স্যুইসাইড করে নে''

''সেই কথাগুলো শুনে আমাদের জেড আরও বেড়ে যায়''

ধরমবীরের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সোনা জয়ের উদাহরণও টেনে আনেন নভদীপ

পরিবারের মানুষরাও যে মাঝে মাঝে খোঁচা দিয়ে কথা বলেন, তাও জানান নভদীপ

মনের জেদই যে তাঁদের প্য়ারালিম্পিক্সে ভাল পারফর্ম করতে সাহস জোগায় তা বলেছেন নভদীপ