মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন।



কিন্তু জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুকুও।



এখন তিনি নির্বাচন কমিশনের জাতীয় আইকন।



ক্রিকেট লাইফ হোক বা বর্তমান, সচিন তেন্ডুলকরকে নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপনের মুখ হিসেবে পেতে



মুখিয়ে থাকে সংস্থা ও বিজ্ঞাপনদাতারা।



নানা সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজও করেছেন সচিন।



তবে তাঁকে কখনই দেখা যায়নি তামাক ও তামাকজাতীয় দ্রব্য এবং মদের বিজ্ঞাপনে ।



কোনও বিশেষ কারণ? সচিন নিজে মুখেই জানিয়েছেন সেকথা।



সচিন তেন্ডুলকর জানান, তাঁর বাবাকে কথা দিয়েছিলেন তিনি।



কথা দিয়েছিলেন, তামাক ও মদের বিজ্ঞাপন করবেন না।



তাঁর কথায়, তিনি যখন ভারতের হয়ে খেলা শুরু করেন। স্কুল পাশ করেছেন সদ্য।



তখন থেকেই নানা বিজ্ঞাপনের অফার আসতে থাকে তাঁর কাছে।



তখন তাঁর বাবা রমেশ তেন্ডুলকর বলেছিলেন, আর যাই করুন, সচিন যেন কখনওই তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন না করেন।



বাবাকে দেওয়া সে প্রতিশ্রুতি কখনওই ভাঙেননি সচিন। মেনে চলেন আজও।
নানা লোভনীয় অফার এলেও কোনওভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।