ঝকঝকে করতে অনেকে অনেক কিছুই করে

সাদা দাঁতের কোনও বিকল্প নেই

সামান্য কয়েকটি উপায়েই কিন্তু ঝকঝকে দাঁত পাওয়া সম্ভব

দাঁত হলদে হয়ে যাওয়ায় অনেকেই অস্বস্তি বোধ করেন

ঘরোয়া উপায় নারকেল তেলে এই কাজ সম্ভব

নারকেল তেলে থাকে একটি বিশেষ ধরনের অ্যাসিড

মুখের ভেতরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে

দুই চামচ নারকেল তেল মুখে নিয়ে কুলকুচি করুন

নিয়মিত করে ফল অবশ্যই মিলবে

দাঁত ঝকঝকে সাদা করতে লেবু বিকল্প নেই

নুন ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাজলে দাঁত সাদা হয়

নুন ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাজলে দাঁত সাদা হয়

পেস্টের সঙ্গে মাজলে হাতেনাতে উপকার