আপনার পরিবারে কি স্ট্রোকের ইতিহাস আছে ?

তাহলে সাবধান !

স্ট্রোকের অন্যতম কারণ

হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেসারের প্রবণতা

কমবয়সীদের মধ্যেও এক ধরনের বেশি দেখা যাচ্ছে

কোভিড থেকে সেরে ওঠার পর

স্ট্রোক নিয়ে সতর্ক হোন

পরিবারে এর ইতিহাস থাকলে

ধূমপান, মদ্যপান

উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়ায়

ক্যাফাইন জাতীয় পানীয়

বেশি খাওয়াও রক্তচাপ বাড়িয়ে দেয়

ব্লাড প্রেসার মাসে একবার নয়,

রোজ মাপুন, অসুবিধে বুঝলে

বছরে বার দুয়েক তো বটেই

কোলেস্টেরল আর লিপিড প্রোফাইল মাপতে হবে

অতিরুক্ত মেদ জমতে দেওয়া যাবে না শরীরে

জাঙ্ক ফুড খাওয়া কমাতে হবে

রোজ আধঘণ্টা হাঁটাচলা করতেই হবে

বাড়তি সতর্কতা নিতে হবে কম বয়স থেকেই